শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
আবির আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে সুদের উপর টাকা দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ভয়ংকর প্রতারণার জাল পেতেছে আবুল বাশার নামের এক সুদের কারবারি। দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছায় সুদের উপর টাকা দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের মুকুহাজি বাড়ির মৃতঃ মোকলেসুর রহমানের ছেলে আবুল বাশার দীর্ঘ ২ যুগ ধরে স্থানীয় নদী ভাঙ্গা অসহায় মানুষের বিপদ লক্ষ্য করে চড়া সুদে মহাজনি কারবার করে। টাকা ঋণ দেয়ার নামে সাদা স্ট্যাম্পে সাক্ষর রাখে।
নিয়মের বাইরেও সুদের দেড়গুন দুই গুন বেশী সুদ দিয়েও সাধারণ মানুষ আবুল বাশারের কাছ হতে স্টাম্প ফেরত পাওয়া পায় না। সে নানা ইস্যু সৃষ্টি করে সাদা স্ট্যাম্পে ইচ্ছামত টাকার অংক লিখে, মনগড়া সব শর্ত জুড়ে ও তার অনুসারীদের সাক্ষী বানিয়ে থানায় বা আদালতে মামলা করে। সাধারণ জনগণ টাকা দিতে ব্যর্থ হলে বাড়িঘর জায়গা জমি দখল করে নিয়ে যায় সুদখোর আবুল বাশার।
এমনই এক প্রতারণার শিকার একই উপজেলার চর আলগী গ্রামের দিন দরিদ্র রিক্সা চালক মোঃ জাকির হোসেন। সে তার মেয়ের বিয়ের জন্য প্রথম ধাপে ৩০ হাজার ও দ্বিতীয় ধাপে ২০ হাজার টাকা নেয় সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে। পরে জাকির নিজেই ১৬ হাজার টাকা পরিশোধ করে এবং কিছুদিন পরে তার ভগ্নিপতি ছিদ্দিক ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে ২৫ হাজার টাকা পরিশোধ করে। এ সুবাদে ভগ্নপতি ছিদ্দিক ও নাবালক ভাগিনাকে স্থানীয় বাজারে আটক করে পূণরায় সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয় সুদখোর বাশার।
তথাপিও সুদের কারবারি আবুল বাশার তার কাছ থেকে ৮০ হাজার টাকা পাবে বলে হুমকি-ধমকি ও হামলা মামলার ভয় দেখায়।
এনিয়ে বাশারের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে না পাওয়ায় মন্তব্য জানা যায়নি।
এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগতি থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন সূরাহা পায়নি ভুক্তভোগী জাকির হোসেন। মহাজনি সুদের কারবারী আবুল বাশারের লাগাতার হুমকি ধমকি ও মামলা হামলাী ভয়ে নিরীহ রিকশাচালক জাকির হোসেন পালিয়ে বেড়াচ্ছেন। সুদখোর বাশারের কাছ হতে স্ট্যাম্প উদ্ধার, মামলা হামলা হুমকিধামকি থেকে নিস্তার চান ভুক্তভোগী জাকির হোসেন।