শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগাছা প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লবের(কালের কণ্ঠ)সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান (ভোরের দর্পণ), সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু (আমার দেশ), সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার (সংবাদ), যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আবু রায়হান (সকাল বেলা), কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব (তিস্তা সংবাদ), দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন(বাংলাদেশ বুলেটিন) ও মাসুদ রানা(দ্যা কান্ট্রি টুডে)। এসময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গঠনমূলক সাংবাদিকতা চর্চার অঙ্গীকার করার পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কার্যক্রমের খুঁটিনাটি বিষয় তুলে ধরতে প্রেসক্লাবের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সভাপতি রবিউল আলম বিপ্লব বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। পীরগাছা প্রেস ক্লাবকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি গণমাধ্যমের নীতি ও শৃঙ্খলা বজায় রাখায় প্রেসক্লাব সর্বদা সচেষ্ট থাকবে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু।