সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিরসহ ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতা, নারায়নগঞ্জের যুবদল নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
কমলনগর উপজেলা বিএনপির আয়োজনে রামগতি ও কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাড়ীর সংলগ্ন মাঠে শুক্রবার বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক লক্ষ্মীপুর-৪ (ও রামগতি কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
এসময় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান।