বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে সন্ত্রাস, অস্ত্র উদ্ধার জঙ্গিবাদ ও মাদক নির্মূল‘সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার বড় চালানসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ সোহাগ শেখ, ২। মোঃ রিয়াজুর রহমান, ৩। মোছাঃ শাহানা আক্তার। অভিযান চলাকালীন সময়ে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয় সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা গণমাধ্যম কর্মীদের জানান, গত শনিবার রাত ১০টায় পল্টন মডেল থানার কাকরাইলের বীর উত্তম সামসুল আলম রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা টিম জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদকচক্র কক্সবাজার হতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলে করে বিপুল পরিমাণ ইয়াবা কাকরাইল শাখায় নিয়ে আসছে। পার্সেল সংগ্রহের জন্য মাদক কারবারিরা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস কাকরাইল শাখার সামনে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদক কারবারিদের অনুসরণ করতে থকে। একপর্যায়ে মাদক কারবারিরা কাকরাইলের বীর উত্তম সামসুল আলম রোডের একটি ফার্মেসিতে ঔষধ কেনার জন্য প্রবেশ করলে তাদেরকে হাতেনাতে ইয়াবার চালানসহ গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে এসএ পরিবহনের মাধ্যমে ঢাকায় নিয়ে আসে। এরপর এসএ পরিবহন কাকরাইল শাখা হতে ইয়াবাগুলো সংগ্রহ করে রাজধানীতে থাকা মাদক কারবারিদের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। উক্ত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (২৪শে জুলাই ২০২৩ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।