সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
এম এ সালাম রুবেল- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনেশনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোলেমান আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, নারী বিষয়ক উপ-পরিচালক ভারপ্রাপ্ত জিন্নাতারা ইছসমিন সহ অন্যান্যরা।
আলোচনা সভায় দিবসটি উপলক্ষে নারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। সামনের দিনগুলোতে আরো ভালোভাবে কাজ করার দিকনির্দেশনা দেয়া হয়। আলোচনা সভার শেষে ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।