মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দারিয়া দক্ষিণপাড়া নূরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের আয়োজনে উক্ত মাদ্রাসা মাঠে আজ ৭ই সেপ্টেম্বর দুপুর ৩ ঘটিকায় কুরআন ছবক প্রদান ও সকল মৃত্যু ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি দারিয়া দক্ষিণপাড়া নূরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের মুহতামিম হাফেজ মোঃ সিফাতুল্লাহ্’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ মোজাফফর হোসেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মানাসী ফরিদপুর শিশুসদন এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ এনামুল হক।
এছাড়াও কুরআন ছবক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্বারি হাফেজ মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী ,আঃ কাদের, মোঃ গোলাম মোস্তফা, আব্দুল আলিম,সাংবাদিক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমূখ এবং সমাজসেবা কর্মকর্তার পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আলী সাহেব, আঃ সালাম সবুজ।
অনুষ্ঠানে উক্ত মাদ্রাসা‘র ১০ জন ছাত্র কুরআন ছবক গ্রহণ করেন তারা হলেন মোঃ আব্দুল কাইয়ুম,মোঃ আফজাল হোসেন, মোঃ মেসকাদুল হোসেন, মোঃ তানিম মিয়া, মোঃ আমানুল্লাহ, মোঃ শামীম মিয়া, মোঃ আলিফ মিয়া, মোঃ মনিরুল ইসলাম, মোঃ নাফিয়ু ইসলাম, মোঃ মাহফুজার রহমান, মোঃ জামিরুল ইসলাম। পরে মাওলানা মোঃ আতিকুর রহমানের হাতে পাগরি প্রদান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, উক্ত মাদ্রাসায় শিক্ষার্থী অনুসারে মাদ্রাসায় রুম ও প্রাচীরের সংকট রয়েছে। এজন্য মাদ্রাসার পক্ষে দানবীর ব্যাক্তিবর্গের কাছে সাহায্যের আবেদন করেছেন।