বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌর আওয়ামী লীগ আয়োজিত গত ২৪শে অক্টোবরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক চতুর্থ বারের মতো সভাপতি ও মুহম্মদ আসিফ ইকবাল সনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ধুনট পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা ও অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় শেখ রাসেল অডিটোরিয়াম মিলনায়তনে। পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, নব-নির্বাচিত সহঃ সভাপতি গোলাম হোসেন সরকার, নব-নির্বাচিত যুগ্ন সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম শরিফ, প্রভাষক ফরিদুল ইসলাম, সদস্য মোজাফফর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক কে এম রকিবুল হাসান বিদ্যুৎ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আল-আমিন তরফদার সহ আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।