শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর উদ্যোগে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাতের রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল উপজেলা মডেল মসজিদ হলরুমে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির সভাপতি রুহুল আমিন মাসুদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, বিএনপির নেতা নান্নু মন্ডল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আশিক আহম্মেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাগর হাসান, আশিকুর রহমান রাশেদ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফী।
এছাড়াও যুবদল নেতা জুয়েল রানা, উপজেলা ছাত্র দল নেতা আলম, হাসান মাহমুদ অপূর্ব, সোহেল রানা, জুয়েল রানা, জহুরুল, ইসলাম রাকিবুল হাসান, আব্দুল রাজ্জাক দুলু,ইয়াছিন আলী, সজীবসহ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতারা উপস্থিত ছিলেন। উক্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জাহাঙ্গীর আলম সভা সঞ্চালনায় দায়িত্ব পালন করেন।