বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ইং অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার (ধান কাটার) যন্ত্র পাতি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩ ঘটিকার সময় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে। উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিনের সভাপতিত্বে কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের শুভ উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা কৃষি অফিসার আশাদুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহঃ সভাপতি গোলাম সোবাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা।
আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন খান, মহসীন আলম মিন্টু, প্রভাষক আনিসুর রহমান, হায়দার আলী, এম,এ,তারেক হেলাল, বিপ্লব। উপজেলা যুবলীগের সহঃ সভাপতি আলীম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, পৌর কাউন্সিলর সেলিম রেজা রিমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, নূর নাহার, সহকারী কৃৃষি সম্প্রসারণ অফিসার গৌরচন্দ্র, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আরিফুর রহমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কৃষি অফিসার জুয়েল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যে সব কৃষককে কম্বাইন হার্ভেস্টার যন্ত্র প্রদান করা হলো তারা হলেন- উপজেলার যুগীগাতী গ্রামের আইনুল শেখের ছেলে হাবিবুর রহমান, চালাপাড়া গ্রামের শামছুল হকের ছেলে সোহেল রানা, চালাপাড়া গ্ৰামের গোলাম রব্বানীর ছেলে সম্রাট হোসেন।