মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা ইসলামী ফাউন্ডেশন আয়োজিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর) বুধবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফীল্ড সুপার ভাইজার মীর আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি আবু সুফিয়ান সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট চাইল্ড একাডেমীর ভার প্রাপ্ত প্রধান শিক্ষক ও দৈনিক সাতমাথা পত্রিকার সাংবাদিক আইয়ুব লোহানী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুল হালিম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিব্বির আহমেদ, কারী শহিদুল ইসলাম, শিক্ষক কাওছার খন্দকার প্রমুখ।