বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত় জেলা পরিষদ নির্বাচন-২০২২ইং উপলক্ষে ধুনট উপজেলার সকল জন-প্রতিনিধিদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মোঃ মকবুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহঃ সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস্ পপি রানী সাহা, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মাসুদ রানা, এলাংগী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, নিমগাছী ইউপি চেয়ারম্যান সনিতা নাসরিন, গোশাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, চৌকি বাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু, গোশাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কিজী, সংরক্ষিত মহিলা আসনের সদস্য আনজুমানসহ ইউপি সদস্যগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।