");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--4ic47f .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--4ic47f .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--4ic47f .gt_switcher .gt_current{display:none}.gt_container--4ic47f .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--4ic47f .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--4ic47f .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--4ic47f .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--4ic47f .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--4ic47f .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ত প্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরেয়ে এনে রায় কার্যকর করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করেন উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। সোমবার দুপুরে স্বারক লিপি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
উপজেলা যুবলীগের সহঃ সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে স্বারক লিপি প্রদান করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ন সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মুহিদ চাঁন, সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন, সহঃ সম্পাদক সুজন শেখ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, গোশাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ আব্দুস সালাম সহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
স্বারকলিপি অনুযায়ী জানা যায়, শোকাবহ আগস্ট বাঙ্গালীর হৃদয়ে রক্তক্ষরেন মাস। ১৯৭৫ইং সালে বাঙ্গালী হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
১৫ই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা শেখ মুজিবসহ তাদের সপরিবারকে হত্যা করেন। উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ত প্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরেয়ে এনে রায় কার্যকর করার জোর দাবি জানান।