রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
নিখোঁজ সংবাদঃ
আজ ২৮/০৮/২২ইং রবিবার আনুমানিক ৯.৪০ ঘটিকায় ৫ বছর বয়সী একটি ছেলে বাচ্চা হারিয়ে গেছে।
বাচ্চা ছেলেটির নাম রুসান।
জানা গেছে- বাচ্চা ছেলেটি চট্টগ্রাম কাঁঠাল বাগান নামক এলাকায় নিজ বাসার গেট থেকে হারিয়ে গেছে। তার পিতাঃ মোঃ আব্দুল রাজ্জাক মিয়া
মাতাঃ মোছাঃ লতা বেগম।
কেউ যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে 01647654783, 01730696300 এই নাম্বারে যোগাযোগ করবেন। সন্ধানদাতাকে যথোপযুক্ত পুরস্কৃত করা হবে।
সন্ধান প্রাপ্তির ঠিকানাঃ
গ্রামঃ কাঁঠাল বাগান বালুচড়া, থানাঃ বাইজিত, জেলাঃ চট্টগ্রাম।