বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি। শনিবার ১১ই জুন বিএনপি‘র দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে নেতাকর্মীরা।
এতে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, মীর সেলিম ফারুক, মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর সেপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রায়েদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক এ্যাডঃ কাজী আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, জেলা যুবদলের সহঃ সভাপতি নুর আলম, জেলা তাঁতি দলের আহবায়ক আব্দুর রউফ শাহ ফকির, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুর রহমান ন্যানো, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহঃ সভাপতি নিশান, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক মোকলেছুর রহমান কাজল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাসের দাবি জানায় অন্যথায় কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি আরো কঠোরভাবে পালন করার হুঁশিয়ারি দেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com