বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ পালন করেন দলটির নেতা কর্মীরা।আজ নগরীর কাজীর দেউরি এলাকায় দলটির দলীয় কার্যালয়ের সামনে নূর আহম্মদ সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান সহ চট্টগ্রাম উত্তর জেলা সহ জেলা, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হোন মিরসরাই উপজেলা জাতীয়তাবাদী দলের প্রধান প্রাণপুরুষ, সাবেক উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপির জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব নুরুল আমিন সাহেব।