মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম নিয়ে নীলফামারীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২শে মার্চ নীলফামারী ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে তাদের নিজস্ব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন ঢাকা’র সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন) বিপাশা দত্তের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার (মিডিয়া) দেবাশীষ রঞ্জন সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লোটাস চিজিম, নীলফামারী প্রেসক্লাবের সহঃ সভাপতি ভূবন রায় নিখিল, আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, যুগ্ম-সাধারন সম্পাদক মিল্লাদুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শীষ রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থার উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে অতিদরিদ্র শিশু ও তার পরিবারের জীবন-মানন্নোয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রনয়ণ করেছে এবং নতুন আঙ্গিকে তা বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে।
শিশুদের উন্নয়নের জন্য কে কি দায়িত্ব পালন করবে এবং কিভাবে সমন্বয় করা হবে তা নির্ধারণ করে। ওয়ার্ল্ড ভিশন সবচেয়ে দরিদ্র শিশু এবং তার পরিবারের চাহিদা সমূহ উন্নয়ন পরিকল্পনায় যথাযথ ভাবে বিবেচনা করা হয়েছে কিনা তা নিশ্চিত করে।
ওয়ার্ল্ড ভিশন সারাদেশে ৫৪টি প্রকল্পের মাধ্যমে বয়স ভেদে কাজ করে যাচ্ছে। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন নীলফামারীতে ২০১০ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়।
উক্ত সভায় ওয়ার্ল্ড ভিশনের কমিউনিকেশন কোর্ডিনেটর অবনী আলবার্ট রোজারিও, ফিল্ড টেকনিক্যাল স্পেশালিষ্ট সৈয়দ ছাগির আহমেদ, কিশোরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং, নীলফামারী প্রোগ্রাম অফিসার অগাস্টিন সরকার, প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল, দৈনিক বর্তমান ও ট্রাইব্যুনালের প্রতিনিধি নাসির উদ্দিন শাহ, দৈনিক আমার বার্তার প্রতিনিধি বিএম খাজা নেওয়াজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।