বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার ২৭শে অক্টোবর বেলা ১২টার দিকে জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌর মার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে প্রায় ১ হাজার নেতা কর্মী নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহঃ সভাপতি আব্দুস সালাম বাবলা, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ্ আলম তমু, সদস্য সচিব রাশেদ উদ দৌলা রাশেদ, পৌর যুবদলের আহবায়ক শামীম শাহ্ আলম তমু, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান খোকন, সদস্য সচিব আবু সাঈদ বাবু প্রমূখ। কর্মসূচীতে জেলা যুবদলের সকল ইউনিয়টের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।