শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধঃ
পীরগঞ্জ উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধড়ক মারপিট। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনাথপুর ইউনিয়নের সয়েকপুর (বিন্নাগাড়ি) গ্রামে। আহত পরিবারের পক্ষথেকে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মৃত আব্দুলের পুত্র আফসার আলী, আফসার আলীর পুত্র ফারুক মিয়া ও স্ত্রী সারমিন বেগম, রফিকুল ইসলাম ও সফিউজ্জামান উভয়ের পিতা আব্দুর রহমান সর্ব সাং সয়েকপুর (বিন্নাগাড়ি)।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের পার্শবর্তী দুদু মিয়ার পুত্র লেবু মিয়ার সাথে আসামীদের বেশ কয়েকদিন ধরেই মনোমানিল্য চলে আসছিলো। গত ৪ঠা মার্চ সকাল ৭ টার সময় জমি বন্ধক নেওয়ার জন্য ১ লক্ষ টাকা নিয়ে আসামীদের বাড়ির সামন দিয়ে যাওয়ার সময় আসামীরা অতর্কীতভাবে লেবুকে আক্রমন করে এলোপাথাড়ি মারডাং কিল ঘুসি মেরে রক্তাক্ত জখম করে।
এসময় আহত লেবু মিয়া মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে আসামীরা লেবু মিয়ার নিকট থেকে ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
অভিযোগের সূত্র ধরে সংশ্লিষ্ট থানার এ এসআই মিঠু ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের কথা শুনে থানায় মামলা করার পরামর্শ প্রদান করেন। আহত লেবু মিয়া আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।