শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
সেলিম মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জের ৩ ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষার্থীকে বাইসাইকেল দিলেন পীরগঞ্জের সফল অভিভাবক মহান সংসদের মাননীয় স্পীকার ডঃ শিরিন শারমিন চৌধুরী এমপি।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই বাইসাইকেল প্রদান করা হয়। ৩নং বড়দরগাহ্, ১২নং মিঠিপুর ও ১৩নং রামনাথপুর ইউনিয়নের ১’শ ৫৩ জন শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল, কৃষকদের জন্য স্প্রে মেশিন, মহিলাদের জন্য সেলাই মেশিন ও প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য হুইল চেয়ারও প্রদান করা হয়।
জাতীয় সংসদের স্পীকারের পক্ষে বাইসাইকেল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও দুই দুই বারের সফল পৌর মেয়র এ এস এস তাজিমুল ইসলাম শামিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বড়দরগাহ্ ইউপি চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, রামনাথপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন বাদল মাস্টার, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ১২নং মিঠিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জনাব মোর্শেদ আলী সরকার, সাধারন সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম সাদা প্রমুখ।