বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ডিগ্রি কলেজের চলতি সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩) দুপুরে কলেজটির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান কবির এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, বিএনপি নেতা বাবলু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের সাফল্য ও সুন্দর ভবিষ্যত কামনা করে বলেন, আজকে তোমরা শিক্ষার্থী। তোমাদেরকেই একদিন দেশের হাল ধরতে হবে। তাই আগামীর সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে তোমাদেক পর্যাপ্ত জ্ঞানার্জন করতে হবে। পিতা মাতার স্বপ্ন যেন লক্ষ্যচ্যুত না হয় তোদের নিয়ে ।তারা যেন গর্বিত হন।
অনুষ্ঠানে কলেজটির পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা উপকরন প্রদান করা হয়। পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজটির শিক্ষার্থী সহ ইউনিয়ন বিএনপি’র বেশ কিছু নেতা কর্মি উপস্থিত ছিলেন।