শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ও বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বনার্ঢ্য র্যালি তারাগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর-২ তারাগঞ্জ/বদরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক ডিউক, উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হকসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।