মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই মুক্তাদির বাদী হয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ধারায় একটি মামলা দায়ের করেছেন।
আটককৃত আসামিরা হলেন ফরিদপুর জেলার, সদর উপজেলার, বাহিরদিয়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র খালিদ হাসান শুভ(২৫)। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার, উত্তর সুজাপুর গ্রামের মাহবুব আলম এর পুত্র রামিমুর রিয়াল রিমন(২৮)।
ফুলবাড়ী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাযায় ফুলবাড়ী থানার এসআই মুক্তাদির, কনস্টেবল মাহমুদ কলি, কনস্টেবল আনোয়ার, কনস্টেবল আব্দুর রাজ্জাক, ড্রাইভার কনস্টেবল মুক্তার সহ ডিউটিরত অবস্থায় ফুলবাড়ী নিমতলা মোডে অবস্থান করেছিলেন।
এসআই মুক্তাদির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক বিক্রয়ের যোগসাজেশ চলছে। তৎক্ষণাৎ বিষয়টি এসআই মুক্তাদির ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানকে অবগত করলে তার নির্দেশে পুলিশ সদস্যরা সেখানে পৌঁছায়। আসামিগণ পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আজ ২৮শে জুলাই শুক্রবার সকাল ১১ টায় ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলামকে মামলার বাদী করে আসামিগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা
হয়েছে।