মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্যাটারী চালিত ভ্যানে মাদক পরিবহন কালে আটক ১ পিকআপে মাদক পরিবহনকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদিকের পিতার মৃত্যুতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের শোক ধুনটে জাতীয় প্রবাসী দিবস উদযাপনে আলোচনা সভা রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু সম্প্রীতির দেশ গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান রংপুরে ইসলামী আন্দেলনের গণ সমাবেশ কিশোরগঞ্জে বিলুপ্ত উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবি ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে প্রাক-বড়দিন উদযাপন নবম বারের মতো শিক্ষক পরিষদের সম্পাদক হলেন প্রফেসর আজাদ ফুলবাড়ীতে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সোনালী সকাল ও সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ সম্পন্ন থানচিতে মহান বিজয় দিবস পালন জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন বিজয় দিবসে রাজশাহী জেলা পরিষদের শ্রদ্ধা জ্ঞাপন বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগর জামায়াতের আলোচনা সভা লক্ষ্মীপুরে ইউএনও অপসারণের দাবীতে বৈষম্যের মানববন্ধন নড়াইলে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

ফুলবাড়ীতে বহুতল ভবন নির্মাণের ফাঁদে ফেলে ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারকের মিথ্যা মামলা দায়ের

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পশ্চিম গৌরিপাড়া গ্রামের মোঃ গোলজার হোসেন মন্ডলকে প্রতারক বেবী টাইগার হাউজিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানী, রেজি নং-সি১৭৬৫৬২/২০২১, বহুতলা ভবন নির্মাণ করবে মর্মে লোভ দেখিয়ে প্রতারক মেহেদী হাসান মিথ্যা মামলা দায়ের করে ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য ব্যবসায়ী মোঃ গোলজার হোসেনকে অর্থনৈতিকভাবে হয়রানি করছে।

ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরিপাড়া গ্রামের মোঃ সহরাব হোসেন মন্ডল এর পুত্র মোঃ গোলজার হোসেন এর লিখিত অভিযোগে জানা যায়, সুমন রায়, বেবী টাইগার হাউজিং এন্ড কনস্ট্রাকশন এর মালিক বাড়ি নং-৩১৮, রোড নং-৪, মিরপুর, ডিওএইচএস, থানা-পল্লবী, ঢাকা। উক্ত ব্যক্তি গোলজার হোসেনের ১৫ শতক জায়গার উপর বহুতলা ভবন নির্মাণ করবেন মর্মে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটনি একটি দলিল দু’পক্ষের মধ্যে দেওয়া ও নেওয়া রেজিষ্ট্রি হয়। যাহার দলিল নং- ৮৪৭/২০২২, তারিখ: ২৬/০১/২০২২ ইং। উক্ত অ্যাটনী পাওয়ার দলিলে পনমূল্য চল্লিশ লক্ষ টাকা উল্লেখ করেন, কিন্তু বেবি টাইগার কোম্পানি পাওয়ার অফ অ্যাটনি করার মুহুর্তে রেজিষ্ট্রি করার সময় স্বাক্ষিগণের উপস্থিতিতে কোনো টাকা লেনদেন করেনি।

উল্লেখ্য যে পাওয়ার অফ অ্যাটনির রেজিষ্ট্রি হয় সুমন রায়ের সাথে। পরবর্তীতে বেবি টাইগার হাউজিং কনস্ট্রাকশন লিঃ এর পক্ষে ৩১৭/২, পশ্চিম রামপুরা, উলন রোড, থানা- মতিঝিল, ঢাকা এর মোঃ ফরহাদ হোসেন এর পুত্র মেহেদী হাসান সুমন রায়ের পাওয়ার অফ অ্যাটনির দলিলে পনমূল্য ৪০ লক্ষ টাকা দিয়েছেন এবং উল্লেখিত জায়গায় ১ কোটি ১৭ লক্ষ টাকা এবং পাইলিং বাবদ ৩৮ লক্ষ টাকা ব্যয় দেখিয়ে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলবাড়ী, দিনাজপুর এ একটি হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন। যাহার
মামলা নং-৬৮সি/২৩।

উল্লেখ্য যে, উক্ত জায়গায় ঐ কোম্পানী নির্মাণের কোন কাজ করেননি। বরং জমির মালিক গোলজার হোসেনের প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন মার্কেট ভেঙ্গে ফেলে মালামাল বিক্রি করেছেন কোম্পানির মেহেদী হাসান।

তথ্য নিয়ে জানা যায়, টিসিবি ভবন, আরজেএসসি অফিস থেকে তাদের কোম্পানির রেজিস্ট্রেশন ২০২১ইং সালের। অথচ তারা পাওয়ার অফ অ্যাটনির সময় বলেন এই কোম্পানী অনেক পুরনো এবং ঢাকা সহ বিভিন্ন এলাকায় ভবন নির্মাণ করেছেন।

তথ্য নিয়ে আরো জানা যায়, ঐ কোম্পানী ঢাকায় কোন ভবন নির্মাণ করেননি। উক্ত কোম্পানীর কর্ণধার মেহেদী হাসান কোনো নক্সা বা প্ল্যান ছাড়াই জায়গায় ভবন নির্মাণের প্রস্তুতি নেন। এ বিষয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ হাসান লিটনের সাথে কথা বললে, তিনি জানান, তফসিল ভুক্ত সম্পত্তিতে উক্ত কোম্পানী কোনো নক্সা অনুমোদন বা নির্মাণ কাজের অনুমতি প্রদান করেননি।

গত ০৯/০৭/২০২৩ইং তারিখে ফুলবাড়ী পৌরসভা থেকে ঐ কোম্পানীকে একটি লিখিত নোটিশ প্রদান করেন। যেখানে ফুলবাড়ী পৌরসভা সুস্পষ্টভাবে উল্লেখ করেন, ঐ বিল্ডিং এর কোন নক্সা বা প্ল্যান ছাড়াই ভবন নির্মাণের পরিকল্পনা করছিলেন।

তথ্য নিয়ে আরো জানা যায়, মেহেদী হাসান এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে হাতিরঝিল থানায় এবং রামপুরা ও খিলগাও থানায়। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে সে পলাতক রয়েছেন। একইভাবে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মৃত মানিক লাল রায় এর পুত্র সুমন রায় এর বিরুদ্ধে মাদক মামলা, নারী নির্যাতন মামলা সহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।

মেহেদী হাসান প্রতারণার ফাঁদ তৈরি করে সুমন রায়কে দিয়ে পাওয়ার অফ অ্যাটনি নিলেও বর্তমানে সুমন রায় উক্ত কোম্পানীর কেউ নয় বলে অস্বীকার করেছেন। এ বিষয়ে সুমন রায় জেলা হাজতে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সুমন রায় গোলজার হোসেনের উক্ত জায়গাটি উত্তরা ব্যাংক ফুলবাড়ী শাখায় মটগেজ থাকায় ব্যাংক মটগেজ ৪০ লক্ষ টাকা পরিশোধ করবে মর্মে মৌখিক অঙ্গীকার করেন। বর্তমানে চুক্তিপত্র ছাড়াই শুধু পাওয়ার অফ অ্যাটনি করে। যাহা জমি সংক্রান্ত আইনে অবৈধ।

আরও জানা যায়, এই কোম্পানীর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত বিভাগের কাগজপত্র ছাড়াই বিভিন্ন জায়গায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা বলে ভুক্তভোগী অভিযোগ করেন। ভবন বরাদ্দের বিজ্ঞাপন দিয়ে ফুলবাড়ীর ১৭ জনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা সিকিউরিটি মানি হিসেবে হাতিয়ে নিয়েছেন। এই দিকে মেসার্স রেহান ব্রাদার্স এর নিকট থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল বাকি নিয়ে সেই মাল অন্যত্র নিয়ে যায়।

এ ব্যাপারে রেহান ব্রাদার্স এর সাথে কথা বললে তিনি জানান, তারা প্রতারক, আগে বুঝতে পারিনি। পারলে এত টাকার মালামাল বাকি দিতাম না। কোম্পানীর মালিক মেহেদী হাসানের সাথে ০১৬১৫২৮৫০৭১ নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন গ্রহণ করেননি।

এ ব্যাপারে ব্যবসায়ি গোলজার হোসেন আইন প্রয়োগ কারী সংস্থার কাছে তদন্ত স্বাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং হয়রানি থেকে মুক্তি পেতে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com