মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে বড়পুকুরিয়া কয়লা খনি জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতিমূলক আলোচনা সভা গত বুধবার বিকেল সাড়ে ৬টায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোঃ আতাউর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী-৫ আসনের ৫ বারের এমপি ও ২ বারের মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজারকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। কারণ, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন ভাতা বৃদ্ধিতে তার অবদান অনস্বীকার্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক লীগকে এগিয়ে নিয়েছেন। তার জন্যে আজ বিভিন্ন সংগঠন শ্রমিক লীগ গঠন করেছেন। এই সংগঠনকে এগিয়ে নিতে আগামীতে দ্বাদশ সংসদ নির্বাচনে এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজারকে জয়ী করতে হবে। এজন্য পিছিয়ে থাকলে হবেনা, সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা খনি জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি।
এছাড়াও মোঃ সাইফুল ইসলাম, মোঃ জামিল উদ্দিন, মোঃ আবু সুফিয়ান, মোঃ সোহাগসহ প্রায় দেড়শতাধিক শ্রমিক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।