মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
২০২২ খ্রিষ্টাব্দে ফিফা কর্তৃক আয়োজিত কাতার বিশ্বকাপ শুরু হওয়া থেকে এর আমেজ বয়েছিল সমগ্র বিশ্বজুড়ে।
নিজস্ব দলের বিজয়ে মাতোয়ারা সমর্থকরা। কিন্তু আর্জেন্টািনার বিজয়ের উল্লাস বইছে সারা বিশ্বে তার ধারাবাহিকতা ২২শে ডিসেম্বর বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাব ও সুধী সমাজের আয়োজনে লোক সাহিত্যের ঐতিহ্যবাহী পোষাক ধুতি পাঞ্জাবি পড়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী করে আর্জেন্টিনা সমর্থকরা।
বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক এবিএম মিজানুর রহমানসহ অনেক সমার্থক ওই র্যালির নেতৃত্ব দেন।
আনন্দ র্যালীতে সুসজ্জিত ঘোড়ায় চড়ে পতাকা হাতে নিয়ে উল্লাস প্রকাশ করে ফুটবল প্রেমীরা। বিকাল ৩টায় ইলিশ চত্বর থেকে র্যালী বের হয়ে গোলাবাড়ি মোড় হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণের পর ওয়াদুদ মিয়া প্যালেসের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন ভক্তরা। বর্ণাঢ্য কর্মসূচীতে হুইল চেয়ার নিয়ে কায়েদ ইসলাম নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর অংশ নেয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুন।
নিরাপত্তার স্বার্থে ওই র্যালিতে পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। আনন্দ র্যালী শেষে মিষ্টি বিতরণ করা হয়।