সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী প্রতিনিধিঃ
একদিকে শারীরিক অসুস্থতা অন্যদিকে শিকল বন্দী জীবন যেন মৃত্যু যন্ত্রণা বলছি পটুয়াখালীর বাউফলে অসুস্থ হয়েও শিকলে বন্দী জীবন কাটানো সাবেক ভূমি অসিফের কর্মচারী সোলাইমান আকন(৬২) নামে এক ব্যক্তির কথা।
দেড় বছর পূর্বেও সুস্থ সবল স্বাভাবিক জীবন যাপন করেছেন যে মানুষটি আজ সে অসহায়। হটাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, এক সময়ে সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের সহকারি হিসেবে কাজ করতেন।
আয় উপার্জন দিয়ে ছেলেদের মানুষ করার পাশাপাশি উপজেলার কালাইয়া ও দাশপাড়া গ্রামে বেশ সহায় সম্পত্তিও গড়েন তিনি।
যার বর্তমান বাজার মূল্য রয়েছে কয়েক কোটি টাকা। আসলে নেই শান্তি তার টাকা তাকে সুখ দিতে পারে নি। নিয়তির নির্মম পরিহাস।
সরেজমিনে দেখা গেছে- বাড়ির উঠানে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে তালা দিয়ে রাখা হয়েছে তাঁকে। কথা বলতে পারেন না, প্রশ্ন করলে কেবল ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকেন।
শিকলে বন্দী সোলাইমান আকনের এমন বন্দী দশা সম্পর্কে জানতে চাইলে তাঁর সেজ ছেলে মোঃ শাহিন জানান- তাঁর বাবা অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
এ কারনে এদিক সেদিক চলে যায়- তাই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। চিকিৎসার বিষয়ে জানতে চাইলে বলেন তাঁকে সব ধরনের চিকিৎসা দেয়া হয়েছে কিন্তু তার সেরে ওঠার সম্ভাবনা নাই।
এদিকে সোলাইমান আকনের শিকল বন্দী এই পরিস্থিতির জন্য নিজের বড় ভাইদের দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন সোলাইমান আকনের ছোট ছেলে হাসান।
এ ঘটনার জেরে হাসানকে মারধর করে তাঁর বড় ভাই মনির ও তাঁর শ্যালকরা। আজ রবিবার সকালে বাউফল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করে হাচান।
এ বিষয়ে সোলাইমান আকনের বড় ছেলে মনিরের কাছে জানতে চাইলে তিনি বলেন- আমার বাবা অসুস্থ হওয়ার পর অন্তত দশজন ডাক্তার দেখাইছি, তাঁর মানসিক সমস্যা হইছে। এ কারনে এদিক সেদিক চলে যায় তাই এভাবে আটকে রাখা হয়েছে।
ছোট ভাই হাসানকে মারধর করার বিষয়ে জানতে চাইলে বলেন- হাসান বাবা(ইয়াবা) খাইয়া ঘোরে, এ বিষয়ে চেয়ারম্যান মেম্বাররা সবাই জানে।
এ বিষয়ে হাচান বলেন- আমার বাবা অসুস্থ হওয়ার পর সঠিক সময়ে যথাযথ চিকিৎসা না দিয়ে, পাগল বানিয়ে রেখে তার সহায় সম্পত্তি ভোগ করার পায়তারা করছে। এই সম্পত্তিই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে দাবী করেন হাসান।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন- মারামারির বিষয়টি অভিযোগের আলোকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন- বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে একটি টিম গঠন করে তাঁর স্বাস্থ্যের পরীক্ষা এবং অন্যান্য বিষয়ে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে।