বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষে সংঘর্ষে ছয়ফুল ইসলাম(২৮) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত ও ৪ জন আহত হয়েছেন।
তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের আব্দুল মান্নানের পুত্র। মঙ্গলবার ২৫শে অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে- চড়চন্ডি গ্রামের আব্দুল আজিজ মুন্সি ও নূরুল আমিন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এসময় গুরুতর আহত হন আব্দুল আজিজ মুন্সি পক্ষের ছয়ফুল ইসলাম। তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ ঘোষণা করেন।
এছাড়া সংঘর্ষে আব্দুল আজিজ মুন্সি পক্ষের আহতরা হলেন নিহত ছয়ফুল ইসলামের ভাই বদরুল ইসলাম(৩২) ও ফখরুল ইসলাম(৩৫)। অপর পক্ষের আহতরা হলেন মৃত আব্দুল গফুরের পুত্র নূরুল ইসলাম(৪৮) ও নূরুল আমিন(৪৫)।