শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শুভেচ্ছা বাণী
প্রতি বছরের ন্যায় ডিসেম্বর মাসের ১৬ তারিখ মহান বিজয় দিবস হিসেবে বাংলাদেশ উদযাপন করা হয়। এই দিনটি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে একটি বিশেষ দিন। পূর্ববাংলার মানুষ দীর্ঘ নয় মাস পাকিস্তান হানাদার বাহিনীর সাথে লড়াই করে ছিনিয়ে এনেছিল বিজয়। যার জন্য আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
১৯৭১ সালের এই দিনে পরাজিত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং অর্জিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা। এই বিজয়ের জন্য আত্মত্যাগ করেছিলেন লাখো বীর বাঙ্গালী। তাই বীর শহীদদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা।
মহান বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। এই দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, আমরা কীভাবে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এই দিনটি আমাদেরকে দেশপ্রেম ও ঐক্যবদ্ধতার শিক্ষা দেয়। আজকের এই দিনে আমরা সকলেই আমাদের বিজয়ের গৌরবকে স্মরণ করি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা সকলেই দেশকে আরও এগিয়ে নিতে কাজ করি। এই বিজয়ের জন্য অগণিত বীর শহীদ ও মুক্তিযোদ্ধার আত্মত্যাগ ও বীরত্বের অবদান অনস্বীকার্য। আমরা শপথ করি যে, আমরা তাদের আদর্শকে ধরে রেখে দেশকে গড়ে তুলব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।
শুভেচ্ছান্তে,
মোঃ রুবেল রানা
উপজেলা নির্বাহী কর্মকর্তা,
তারাগঞ্জ, রংপুর।