সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচিতে রংপুর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুরে জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিসুর রহমান লাকু এবং মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে রংপুর সিটি কর্পোরেশন হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে বক্তব্যে মহানগর বিএনপি’র আহবায়ক শামসুজ্জামান সামু বলেন, বাংলাদেশ ছাত্র ও জনতার ঐক্যের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে৷ গত (৫ আগস্ট) এর পর থেকে আমরা লক্ষ করছি ভারতের সহযোগিতায় আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য ভারত তাদের প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছে৷ আমরা দলীয়ভাবে সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা তাদেন উপাসনালয় পাহারা দেয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করছি। আজ (১৫ আগস্ট) শোক দিবস উৎযাপন করার জন্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু এদেশের ছাত্রজনতা সজাগ ও জনতা ঐক্যবদ্ধ আছে। যতদিন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গনতান্ত্রিক সরকার গঠন হয়নি ততদিন আমরা মাঠে আছি থাকব।