শনিবার, ১০ মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ১১ই সেপ্টেম্বর মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য দেন,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, যু্ব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান, আবুল কালাম, আবুল হোসেন, আব্দুল বারী ও মতিউর রহমান মতি, আবুল কাশেম, আতিকুর রহমান বকুল ও শরৎ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অধ্যাপক প্রশান্ত বসাক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল, আনসার ভিডিবি অফিসার হারুন ওর রশিদ, বিজিবি‘র প্রতিনিধি খয়রাত আলী, প্রধান শিক্ষক সোহেল রানা ও রুহুল আমীন, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির, প্রাথমিক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আবু তাহের প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভাসহ সর্বপরি আইনশৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং এটি আরো কিভাবে ভালো করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।