শনিবার, ১০ মে ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের চলতি মৌসুমে বিনামূল্যে কৃষি প্রনোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, ভাইস্ চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির আহব্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহব্বায়ক আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, উপকারভোগী কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ উপজেলায় ৬ হাজার ৮ ‘শত ৭০ জন কৃষকের মাঝে, সরিষা ৪ হাজার ৫‘শত, গম ১ হাজার ৫০, ভুট্টা ১১‘শত ৫০, শীত কালীন পেঁয়াজ ৮০ জন, মুগডাল ৭০ জন ও চিনা বাদাম ২০ জন, এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।