শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
শামীনুর রশিদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (১৭ জানুয়ারি) ২০২৫ইং রাণীশংকৈল যুব ঐক্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে এদিন বিকাল ৫ টায় পৌর শহরের যুব ঐক্য অফিস কার্যালয়ে দুই শতাধিক শীতার্ত অসহায় ছিন্নমূল নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার যুব ঐক্যের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ ও পৌর বিএনপি’র পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা যুবদল সভাপতি প্রার্থী কায়েদুল ইসলাম,পৌর যুবদল সভাপতি প্রার্থী ফারুক হোসেন, পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. লিটন প্রমুখ।
এছাড়াও রাণীশংকৈল যুব ঐক্যের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ শীতার্ত উপকারভোগীরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে যুব ঐক্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।