রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়নপত্র বিভিন্ন ইস্যু দেখিয়ে নির্বাচন কমিশন বাতিল করলে আব্দুস সাত্তার পালোয়ান উচ্চ আদালতে আপিল করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এই আদেশের ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে লড়তে আবদুস সাত্তার পালোয়ানের কোন বাধা রইলো না।
২০ ডিসেম্বর বুধবার এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো.বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, নদীভাঙ্গা প্রতিরোধের আন্দোলক, কমলনগর রামগতিবাসীর আস্থাভাজন এডভোকেট আব্দুস সাত্তার পালোয়ানের প্রার্থিতা বৈধ হওয়ার খবরে সাধারণ জনগণের মাঝে স্বস্তির হাওয়া বইছে। সাধারণ ভোটাররা মনে করেন এ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান নির্বাচিত হলে রামগতি কমলনগর নদী ভাঙ্গনরোধে তিনি আগের মতোই অগ্রণী ভূমিকা রাখবেন। মানুষের সুখে দুখে সব সময় পাশে থাকবেন, যা অতীতে তিনি করে আসছেন দীর্ঘ সময় ধরে।
দুখী দরিদ্র ও গণমানুষের নেতা, রামগতি কমলনগর নদী ভাঙ্গানরোধে সবসময় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান সাংবাদিক অ আ আবীর আকাশকে জানান ‘ বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আমি রামগতি কমলনগরকে বাঁচানোর লক্ষ্যেই সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো নদী ভাঙ্গনরোধে কাজ করা, বৃহত্তর রামগতিবাসীকে নদী ভাঙ্গনের অভিশাপ থেকে রক্ষা করা, আর যেন কোন নিরীহ মানুষ ভিটে হারা না হয় সেই লক্ষ্যে কাজ করাই আমার উদ্দেশ্য।’
বিগত দিনে সংসদ সদস্যগণ নদী ভাঙ্গন রোধে কাজ করার আশ্বাস দিয়ে ক্ষমতার আসনে বসলেও কেউই কোন দায়িত্ব পালন করেননি। বরং ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে সরকারি বিগ বাজেটের কাজকে প্রশ্নবিদ্ধ করেছেন। গণমানুষের দাবি ছিল সেনাবাহিনীকে দিয়ে নদী ভাঙ্গনরোধে বেড়ি বাঁধ নির্মাণ করা। কিন্তু তা না হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়ে সরকারি টাকার হরিলুট ঘটিয়েছিলেন তারা। অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান নির্বাচিত হলে রামগতি কমলনগরবাসী নদী ভাঙ্গন রোধে কাজ করার একজন আপন মানুষ পাবেন।