সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
সংবাদ সংগ্রহ করতে গেলে লক্ষ্মীপুরে শিমুল হোসেন ও আবু মুসা মোহন নামের দুই সংবাদকর্মীকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন মহলের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করতে দেখা যায়।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের জয় গোবিন্দ চৌধুরী বাড়ির হিন্দু জমিদারদের ফেলে যাওয়া সম্পত্তি ভোগ দখলকে কেন্দ্র করে মৃত ছায়েদুর রহমানের দুই ছেলে দেলোয়ার হোসেন মৃধা ও সাইফুল আলম মৃধার মাঝে কয়েক বছর ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। গত ৩০ সেপ্টেম্বর শনিবার তিনটি নারকেল গাছের মালিকানা নিয়ে উভয়ের মাঝে শালিশ বৈঠক বসলে তর্ক-বিতর্কে জড়িয়ে মারামারি সৃষ্টি হয়। খবর পেয়ে রায়পুর থেকে সাংবাদিক শিমুল হোসেন ও সাংবাদিক আবু মুসা মোহন ঘটনাস্থলে গিয়ে মারামারি দৃশ্য মোবাইলে ধারণ করার চেষ্টা করলে তাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
অপরদিকে মারামারিতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল আলম মৃধা মারাত্মক আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়গণ সাংবাদিকদের জানান, শিমুল হোসেন ও আবু মুসা মোহন মারামারি করেনি বা কাউকে আঘাত করেনি। তারা খবর পেয়ে এসে মারামারির ভিডিও মোবাইলে ধারণ করার চেষ্টা করলে তাদেরকেই মারধর করা হয়। মামলায় তাদের আসামির করাটা দুঃখজনক বলে তারা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মামলার বাদিনী মৃতঃ সাইফুল আলমের স্ত্রী নাছিমা বেগম সাংবাদিকদের জানিয়েছেন- দেলোয়ার মৃধাই তার স্বামীকে কুপিয়েছে। তিনি একজনের নামই উল্লেখ করে বারবার কান্নায় ভেঙে পড়েন ও তার ফাঁসি দাবি করেন। মামলায় শিমুল হোসেন ও আবু মুসা মোহনকে কেন আসামি করেছেন জানতে চাইলে কোন মন্তব্য না করে তিনি কান্নায় ভেঙে পড়েন।