বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। এছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনায় গণকবরে দোয়া ও মোনাজাতসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে দিবসটি।
অন্যদিকে সকাল ১০টায় জেলা স্টেডিয়াম মাঠে বিজয় মেলা ও সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় ১০টি স্টল অংশ নেয়।