বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- নিজস্ব প্রতিনিধি.
রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে এসে তার আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নিহতের পিতা- মাতার সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন, রংপুর মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার আবদুল মজিদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ-খবর নেওয়া শেষে সেখান থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির উদ্বোধন করবেন তিনি এরপর বেলা ২ টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমাবেশে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন আইজিপি।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com