মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুজ্জামান (৪০) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুমানিক রাত ৯ টায় উপজেলা শহরের সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় টিএমএসএস নামক একটি এনজিও’র মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক সাপ্তাহিক ছুটিতে নিজ কর্মস্থল পীরগঞ্জ থেকে নিজ বাড়ী গঙ্গাচড়ার উদ্যেশ্যে রওনা দেন। পথিমধ্যে কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে আসলে সৈয়দপুর ইসমাইল কোল্ডস্টোরেজ থেকে আসা আলুবাহী একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।