রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত ও পাঠক নন্দিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জলঢাকা প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকাটির উপজেলা প্রতিনিধি এই আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহেরা এডুকেয়ার হোম এর ব্যবস্থাপক পরিচালক আলহাজ্ব সিদ্দীকুর রহমান সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সানোয়ার হোসেন বাদশা, মাইদুল হাসান, জাহিনুর ইসলাম জীবন, হাসান সিদ্দিকী হাসান, রাশেদুজ্জামান সুমন, এরশাদ আলম, আল ইকরাম বিপ্লব, রিয়াদুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম মানিক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এস.এ. টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ও দৈনিক করতোয়া পত্রিকার জলঢাকা প্রতিনিধি আলহাজ্ব মাহাবুবর রহমান মনি। মনোরম পরিবেশে জলঢাকা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর ও প্রাণবন্ত হওয়ায় দৈনিক করতোয়া পত্রিকার জলঢাকা প্রতিনিধি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।