বুধবার, ০৯ Jul ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ কাজিপুরের চালিতা ডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের নুহাই ব্রীজটি মাঝ বরাবর ভেঙ্গে দেবে গিয়ে যাতায়াতে এক দিকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, অপরদিকে অসতর্কতায় যে কোন মূহুর্ত্বে বড় ধরণের দূর্ঘটনার আশংকা রয়েছে।
সম্প্রতি গিয়ে দেখা যায় নুহাই ব্রীজটির মাঝপথে দেবে গিয়ে যাতায়াতে মারাত্বক ঝুঁকি সৃষ্ঠি হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল জানান- যাতায়াতে সংকট সৃষ্টির সাথে সাথেই উপজেলা প্রকৌশল অফিস কে অবগত করা হয়েছে।
এ জি ইি ড অফিস যাতায়াত স্বাভাবিক করার জন্য অস্থায়ী ব্যবস্থা নিলেও তা বেশী দিন টেকেনি। ফলে ব্রীজটি আবারো চলাচলে ঝুঁকি পূর্ণ হয়েছে। স্থানীয় লোকজন দূর্ঘটনা এড়াতে ব্রীজটির সংস্কার দাবি জানেিয়ছেন।