বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার ১লা অক্টোবর সন্ধ্যা ৬ ঘটিকায় শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শন প্রাক্কালে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত।
এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।
তিনি আশা ব্যক্ত করেন- যুগ যুগ ধরে বহমান সিরাজগঞ্জের সম্প্রীতি সবসময়ই অঁটুট থাকবে। দুর্গা বিসর্জনের আগ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আওয়ামী লীগীগের সকল নেতৃবৃন্দকে সর্তক থাকতে আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহঃ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস। সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল।
পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন। সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মন্ডল, শিক্ষা ও মামব বিষয়ক সম্পাদক লোকমান হোসেন মাষ্টার, শ্রম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান খান বরাত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন, সদস্য সালাউদ্দিন ডিউক, শফিকুল ইসলাম সোহেল, মনজুর আলম টিক্কা, ওয়াহিদ খান তপু, সাইফুল ইসলাম, উদয় খান, আলম, বাবলু, সিরাজুল ইসলাম, গোবিন্দ কর্মকার, শামিম খানসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিলেন।