সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পত্র পেয়েছেন শেখ আলী আজহার।
তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথ থানায় কর্মরত আছেন। গত মার্চ মাসে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার ১১ই এপ্রিল দুপুরে সিলেট রেঞ্জ ডিআইজ’র কার্যালয় থেকে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএিম (বার) পিপিএম-সেবা স্বাক্ষরিত এই সম্মাননা সনদ গ্রহণ করেন।
তাকে এই সম্মাননা সনদ প্রদানের জন্য ডিআইজি’কে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।