বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের উপর চিলমারী টু রৌমারী করিডোরে সেতু নির্মাণ প্রকল্প, প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রভাব নিরুপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন স্যার, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও টিম লিডার (কেএমসি) মকছুদুর রহমান পাটোয়ারী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার মামা, টিপসা ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার কার্লোস প্রেরেজ, ডিওএইচডব্লিউএ’র এক্সপাট ড. সুদেশ কাউল, ড. সমর কুমার ব্যানার্জী।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিবিএ মাষ্টার প্লানের নির্বাহী প্রকৌশলী ওয়াসিম আলী, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দ্বিতীয় বঙ্গবন্ধু বাস্তবায়ন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশিদ লাল প্রমূখ।