রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
মোঃ আলম- কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৩ হাজার ৬’শ পিচ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের উত্তর পাশে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেজবাহ উদ্দিন।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের উত্তর পাশে সিএনজিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৬০০ পিচ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরো জানান- অভিযান পরিচালনা করেন রামুক্রসিং হাইওয়ে থানার এএসআই মোঃ আবুল মনছুরসহ সংগীয় ফোর্স। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে