সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীকে দিয়ে বাইক ধুয়ে নেয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে। তিনি কিশোরগঞ্জ উপজেলা পুটিমারী ইউনিয়নের ধাইজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
শনিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়- বিদ্যালয় সামনে সরকারী পাম্প দিয়ে ৩য় শ্রেণির শিক্ষার্থী হৃদয় একটি মোটরসাইকেল ধুয়ে দিচ্ছেন।
মোটর সাইকেলটি কার জানতে তাইলে হৃদয় বলেন আমাদের সেকেন্দার স্যারের। তিনি আমাকে মোটরসাইকেল ধোয়ার জন্য বলেছেন। কোমলমতি শিক্ষার্থীকে দিয়ে বাইক ধুয়ে নেয়ায় ক্ষোভ প্রকাশ করে উক্ত এলাকার এনামুল মিয়া, আবুল কাশেম জানান এজন্যই বাবা-মায়েরা বাচ্চাকে প্রাইমারি স্কুলে দিতে চায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অবিভাবক জানান এই বিদ্যালয়ের শিক্ষকেরা সময়মত বিদ্যালয়ে আসেন না এবং বাচ্চাদের ঠিকমতো পড়াশোনা করায় না। এসময় উক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
সহকারী শিক্ষা অফিসার সাখওয়াত হোসেন বলেন- বিষয়টি আমি ফেসবুকে দেখেছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফা আখতার বলেন- সাংবাদিকেরা বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছেন, স্যার আমাকে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলেছেন।