রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের করিমপুর গ্রামের রফিফুল ইসলামের বাড়ি থেকে গত ২২/০৭/২০২২ইং তারিখ গভীর রাতে ১টি সাদা গরু চুরি হয়ে যায়।গরুটির আনুমানিক মূল্য ৩৪,০০০ হাজার টাকা।এই দিকে গরুর মালিক রফিকুল ইসলাম(৫০) বাদি হয়ে ইবি থানায় অজ্ঞতনামা আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
এজাহারকৃত বিষয়ের উপর ভিত্তি করে ইবি থানার চৌকস পুলিশ অফিসার এই আই ইউসুফ আলী ও এ এস আই কাজল। কুমার খালী থানার বাগবাড়িয়া এলাকা থেকে কুমারখালী থানা পুলিশের সহযোগিতায় কুমারখালী বাগবাড়িয়া এলাকা থেকে গরু সহ চোরকে আটক করেন।
পুলিশের হাতে গ্রেফফতারকৃত আসামি শরিফুল ইসলাম(৫০) এর বাড়ি কুমারখালী থানার বাগবাড়িয়া গ্রামে। এই বিষয়ে ইবি থানায় গরু চোর শরিফুলের নামে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং- ১৫, তারিখ ২৪/০৭/২০২২ ধারা ৩৮০।
এইদিকে ইবি থানার চৌকস পুলিশ অফিসার এস আই ইউসুফ আলি সাংবাদিকদের জানান- কুষ্টিয়া পুলিশ সুপার এর দিক নির্দেশানায় ও ইবি থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি।আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো। মাদক, অন্যায়, দূর্নীতির,
বিরুদ্ধে লড়ে যাবো।