রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
গন্তব্য
নাসরিন জাহান মাধুরী
গন্তব্যের প্রয়োজন নেই-
পথ চলুক পথে পথে,
রোদ্রের সাথে
মেঘের সাথে বাতাসের সাথে-
বৃষ্টির সাথে।।
ভালোবাসা নিয়ে কষ্ট নিয়ে-
নিয়ে হাসি কান্না নিয়ে
নিরুদ্দেশে।।
তারপর একদিন
সব যখন থেমে যায়-
ফিরে তাকালেও
পথ আর ফেরে না পথিকের পূর্বের গন্তব্যে।।