শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে পরিবহন শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।গতকাল শনিবার দুপুরে চেরাগআলী ট্রাক স্ট্যান্ডের সামনে প্রায় ২ ঘন্টা ব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ্ব অবরোধ করে আন্দোলন করে শ্রমিকরা।
শ্রমিকদের জানান- মেঘনা রোডে পার্কিং এ রাখা প্রায় ৫০ টি গাড়ি ভাঙ্গচুর করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।এর জের ধরে ট্রাক স্ট্যান্ডের সামনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি গাড়ি ভাঙ্গচুর করে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের এক পর্যায়ে পুলিশের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ শ্রমিকরা চলে যায়।
ডিসি ট্রাফিক(দক্ষিণ) আলমগীর হোসেন বলেন- পুলিশের অনৈতিক কর্মকান্ডে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা আন্দোলন করলে তাৎক্ষণিক ভাবে ট্রাক মালিক ও শ্রমিকদের সাথে সমন্বয় করে রাস্তা থেকে সড়িয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও বলেন- সরকারি গাড়ি ভাঙ্গচুর করায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও পুলিশের গাড়ি ভাঙ্গচুরের ছবি তুলার সময় স্থানীয় সাংবাদিকে মারধর ও মোবাইল ছিনিয়ে নিয়ে ট্রাক যাওয়া শ্রমিকরা।