শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ বাতিল ঠেকাতে ইউপি সদস্যদের মানববন্ধন রাণীশংকৈলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খামারিদের সাথে মতবিনিময় ও ইঁদুর নিধন সভা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যর নামে করা মানহানি মামলা খারিজ পীরগাছায় মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ট্রেড লাইসেন্স বিক্রির হিড়িক ধুনটে পূর্বশত্রুতার জেরে বসতবাড়ীর দেয়াল ভাংচুর র‌্যাব-১১’র অভিযানে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগঞ্জে পাতা কুড়ানোর বিবাদে গৃহবধু খুন, গ্রেফতার-৩ রাণীশংকৈলে কুলিক নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার বাংলার চোখ’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন তারাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন পীরগঞ্জে জুয়াড়ী সর্দার আতোয়ারসহ ৩ জন গ্রেফতার রংপুরে ভূয়া দখল দেখিয়ে আদালতে ভূমি কর্মকর্তার প্রতিবেদন দাখিল ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন “প্রেসক্লাব রংপুর” এর ফ্যাসিস্টদের হামলায় পন্ড হলো মতবিনিময় কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেফতার নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক উদ্বোধন মহাষ্টমীতে ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হবে কুমারী পূঁজা নড়াইলে র‍্যাবের অভিযানে ওয়ানশুটার গানসহ যুবক গ্রেফতার

জলঢাকায় বদ্ধভূমি রক্ষায় তিস্তা সেচ ক্যানেলে ব্রীজ দাবি

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার বঙ্গবন্ধু কালিগঞ্জ বাজারে অবস্থিত বদ্ধভূমি, মুক্তিযুদ্ধের যাদুঘর ও শহিদ মিনার রক্ষা করে তিস্তা সেচ ক্যানেলের উপর ফোর লেনের ব্রীজ নির্মানের দাবি জানিয়েছেন বীরমুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা। সরেজমিনে গিয়ে জানা যায়, জলঢাকা উপজেলা হতে কালিগঞ্জ বাজার দিয়ে ডিমলা যাওয়ার পথিমধ্যে তিস্তা সেচ ক্যানেলের উপর ফোর লেনের একটি ব্রীজ নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড।

এটি নিয়ে একটি প্রাথমিক সার্ভে করেছে পওর কর্তৃপক্ষ। সার্ভে অনুযায়ী ডিমলা অভিমুখি বর্তমানে যে ছোট ব্রীজটি রয়েছে সেটির বামদিকে ফোর লেনের ব্রীজটি নির্মাণ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী মাটি পরীক্ষা ও ম্যাপও তৈরি করা হয়। বামদিকে ফোর লেনের নতুন ব্রীজটি নির্মাণ করা হলে বদ্ধভূমি, মুক্তিযুদ্ধের যাদুঘর ও শহিদ মিনার রয়েছে সেগুলো ভাঙ্গার হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও বাজারের উপর যে বড় বাকটি রয়েছে সেটিও সোজা হয়ে যাবে। যার ফলে দূর্ঘটনা কমে আসবে।

কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বর্তমানে ডিমলা অভিমুখি ছোট ব্রীজের ডানদিকে ব্রীজ নির্মাণ করার জন্য প্রকৌশলীকে প্রভাবিত করে ফোর লেনের ব্রীজ নির্মাণের ম্যাপ পরিবর্তন করার অপচেষ্টা চালাচ্ছে। ডানদিকে ফোর লেনের ব্রীজ নির্মাণ করা হলে কালিগঞ্জ সড়কে পাশে অবস্থিত বদ্ধভূমি, মুক্তিযুদ্ধের যাদুঘর ও শহিদ মিনার আংশিক ভাঙ্গা পড়বে। এছাড়াও কালিগঞ্জ বাজারের মধ্য দিয়ে যাওয়া মূল সড়কটির বাক থেকেই যাবে। যার ফলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাবে বলে জানান স্থানীয়রা।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা কাছুরাম রায় বলেন, ব্রীজটি বামদিকে নির্মাণ করা হলে ক্ষয়ক্ষতির পরিমান কমে আসবে। বাজারের উপর যে বাকটি রয়েছে সেটি সোজা হয়ে যাবে এবং দূর্ঘটনাও কমে যাবে।

আরেক বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, কালিগঞ্জ বাজারের যে বদ্ধভূমি আছে সেখান থেকে বর্তমানে যে ছোট ব্রীজটি রয়েছে সেটি পর্যন্ত প্রায় ৭০ ডিগ্রির মত একটি বাক রয়েছে। বাজারের উপর দিয়ে এই বড় বাকটি থাকার ফলে প্রায়শই দূর্ঘটনা ঘটে। তাই এই বাকটি সোজা করে ডিমলা অভিমুখে বর্তমানে যে ছোট ব্রীজটি রয়েছে তার বাম দিকে ফোর লেনের ব্রীজ নির্মাণ করার জন্য পানি উন্নয়ন বোর্ড সার্ভে করে মাটি পরীক্ষা ও ম্যাপ ও তৈরি করে। কিন্তু অজানা কারণে আবারও ম্যাপটি পরিবর্তন করে ছোট ব্রীজটির ডান দিকে ফোর লেনের ব্রীজ তৈরির পরিকল্পনা চালানো হচ্ছে। যার ফলে কালিগঞ্জ সড়কে পাশে অবস্থিত বদ্ধভূমি, মুক্তিযুদ্ধের যাদুঘর ও শহিদ মিনার আংশিক ভেঙ্গে যাবে।’

জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, ডিমলা অভিমুখে বর্তমানে যে ছোট ব্রীজটি রয়েছে তার বামদিকে ফোর লেনের ব্রীজ নির্মাণ করা হলে শহীদদের স্বরণে নির্মিত বদ্ধভূমি, মুক্তিযুদ্ধের যাদুঘর ও শহিদ মিনারের কোনো ক্ষতি হবে না। ডানদিকে ফোর লেনের বড় ব্রীজ নির্মাণ করা হলে বদ্ধভূমি, মুক্তিযুদ্ধের যাদুঘর ও শহিদ মিনার ভাঙ্গা পড়বে। যেটি আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কখনই হতে দিবো না। তাই আমাদের দাবি ব্রীজটি যেন বাম দিকে নির্মাণ করা হয়। এতে বাজারের বড় বাকটি সোজা হয়ে যাবে দূর্ঘটনাও কমবে।

জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন,আমরা বদ্ধভূমি ও মসজিদে যাতে দুটোই সুরক্ষিত থাকে সে অনুযায়ী একটি ম্যাপ তৈরি করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। তারা যেটা চূড়ান্ত করবে সে অনুযায়ী ব্রীজ নির্মাণ করা হবে‌। সর্বোপরি জনস্বার্থে যেটা করলে ভালো হবে সেটাই বাস্তবায়িত হবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুনঃ

অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)

বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

আগ্রহীগণ সিভি পাঠাতে -মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com

©2019 copy right. All rights reserved 71sangbad24.com Desing & Developed By Hostitbd.Com