রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় কুটিপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনালে কিংস ইলেভেন চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের কুটিপাড়া মাঠের খেলায় তারা ১ রানে স্টার ইলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- ডাউয়াবাড়ী ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক এনামুল হক লেবু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আয়োজক সুমন, মোজাহিদ, আলামিন প্রমুখ। কুটিপাড়া যুবসমাজের আয়োজনে টুর্নামেন্টে ৩টি দল অংশগ্রহণ করে।