বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র কায়েমের লক্ষ্যে সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনের লক্ষ্যে ১৭ ফেব্রুয়ারিকে ‘দাবি দিবস’ ঘোষণা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির(রব)। লক্ষীপুরের উত্তর স্টেশনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আহবান জানিয়ে জেএসডির ব্যানারে মানববন্ধন করা হয় শনিবার সকালে।
লক্ষ্মীপুর জেলা ও রামগতি কমলনগর উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জেএসডির সেক্রেটারি অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, অধ্যক্ষ আব্দুল মোতালেব, আবুল হাসেম মোল্লা, গিয়াস উদ্দিন হাওলাদার, হারুনুর রশিদ ডিলার, খুরশিদ আলম মেম্বারসহ আরো অনেকে। জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ মুনচুরুল হকের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।